সিলেট ‘শী-ক্যান প্রকল্পের’ আলোচনা সভা অনুষ্ঠিত
নভেম্বর ১৪, ২০১৬ , ৭:৩৪ পূর্বাহ্ণ

৯ নভেম্বর ২০১৬ ইং তারিখে সিলেট সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে বেসরকারী উন্নয়ন প্রতিষ্টান পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টারের বাস্তবায়নাধীন শী-ক্যান প্রকল্পের সিটি কর্পোরেশনের নিকট চলমান চাহিদা পেশ বিষয়ক আলোচনা সভায় বক্তারা নারীর জন্য নিরাপদ শহর গড়ার লক্ষ্যে সরকারী-বেসরকারী সকল প্রতিষ্টানের সমান ভাবে ভুমিকা রাখা জরুরী বলে অভিমত ব্যাক্ত করেন ।

সভায় শী-ক্যান প্রকল্প্রের কমিউনিটি ওয়াচ গ্রুপ সিলেট সিটি কর্পোরেশনের নিকট সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার সড়ক বাতি সংস্কার, প্রয়োজনীয় সড়ক বাতি স্থাপন এবং পথ নির্দেশিকা স্থাপনের বিষয়টি সিটি কর্পোরেশনের নগর উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের দাবী জানান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করেন ।

শী ক্যান প্রকল্প সিলেটের ক্যাম্পেইন অফিসার সত্যজিত দত্ত পুরকায়স্থের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এবং নারী কাউন্সিলর এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, নারী কাউন্সিলর শাহনারা বেগম, নারী কাউন্সিলর দিবা রানী দে, নগর উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্লেনার মাহমুদুল হাসান এবং সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান এবং শী ক্যান প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শিরোপা কুলসুম প্রমুখ ।
উল্লেখ্য, দাতা সংস্থা Action Aid এবং UKAID এর আর্থিক ও কারিগরি সহায়তায় পিএসটিসি বাংলাদেশের ৭ টি বিভাগীয় শহরের ৭ টি সিটি কর্পোরেশনের মোট ১৭টি বস্তিতে (ঢাকার নারায়নগঞ্জ, সিলেট, রংপুর, চট্রগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল) নারীর প্রতি যৌন হয়রানী ও সহিংসতা প্রশমনের লক্ষ্যে ৩ বছর মেয়াদী শী-ক্যান প্রকল্প বাস্তবায়ন করছে । নারীর ক্ষমতায়ন, স্থানীয় সেবাদানকারী প্রতিষ্টান সমুহের (সিটি কর্পোরেশন, পুলিশ বাহিনী, হাসপাতাল, নগর পরিবহন, বিপনী বিতান, জনচলাচলের স্থান) জেন্ডার সংবেদনশীল করন ও ইতিবাচক মনোভাব তৈরী করা এই প্রকল্পের মুল উদ্দেশ্য ।